আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে আর্সেনালের দীর্ঘ দিনের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে চলতি মৌসুমের শেষেই। ইতোমধ্যেই তার নতুন ঠিকানা কোথায় হবে এ নিয়ে শুরু হয়ে গেছে গুঞ্জন ও আলোচনা। এর মধ্যে ফরাসি পত্রিকা এল’ইকুইপ এক প্রতিবেদনে বলেছে, এমেরির পরিবর্তে নতুন কোচ নিলে ওয়েঙ্গারেই হবে সেক্ষেত্রে যথাযথ বিকল্প। ৬৮ বছর বয়সী ফরাসি কোচ ২২ বছর ধরে গানারদের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন।
মোনাকোর হাত থেকে চলতি মৌসুমেই লিগ ওয়ানের শিরোপা উদ্ধার করেছেন উনাই এমেরি। তা সত্ত্বেও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কাছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে হেরে পিএসজিতে হুমকির মুখে আছেন এমেরি। সেক্ষেত্রে পিএসজি কোচ পরিবর্তন করলে স্বদেশী ওয়েঙ্গারকেই নেয়া উচিত বলে মনে করে পত্রিকাটি। পিএসজির কাতারের মালিকের সঙ্গে বন্ধুত্ব ও ব্যবসায়িক সংযোগ থাকায় ওয়েঙ্গারকে নেয়ার সম্ভাবনা দেখছে গণমাধ্যমটি।