• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:০৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আপডেটঃ : শুক্রবার, ৮ জুন, ২০১৮

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে শামীম হোসেন (৪২) নামে পুলিশের তালিকাভূক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
শুক্রবার (৮ জুন ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নে ভদ্রেশ্বরী বন্দর নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম রাণীশংকৈল উপজেলার ভবানন্দপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ জানায়, ভদ্রেশ্বরী বন্দর এলাকায় মাদক ব্যবসায়ীরা গোপন মাদকের লেনদেনের প্রস্তুতি চালাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীম সহ কয়েকজন মাদক ব্যবসায়ি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টাগুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনা স্থলে গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে পাওয়া যায়। পুলিশ তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। আহত দুই পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়িরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টাগুলি চালায়। এসময় শামীম নামের এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। ঘটনাস্থল থেকে ৩৪০পিচ ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে রাণীশংকৈল ও হরিপুর থানায় মাদকের মামলাসহ ১১টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ