• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন

রঙ্গপুর নাট্যধারার সুরে সুরে রঙ্গপুরে অনুষ্ঠিত

আপডেটঃ : রবিবার, ৮ জুলাই, ২০১৮

রংপুর অফিস॥
নাটকের শিল্পীরা সুরে সুরে রঙ্গপুরে সাহিত্যমঞ্চ মাতালেন সুরে সুরে। গাইলেন ভাওয়াইয়া, আধুনিকসহ নানা রকমের গান। কখনও একাই আবার কখনও যুগলবন্দি হয়ে। দর্শকও উপভোগ করলেন নাট্যশিল্পীদের কন্ঠে মিশালী গান। শনিবার সন্ধ্যায় থেকে রাত অব্দি এরকম ব্যতিক্রম আয়োজন করেছিলো রঙ্গপুর নাট্যধারা। ভাওয়াইয়া শিল্পী জুলিয়াছ রহমানের ভাওয়াইয়া গানের মধ্য দিয়ে শুরু হয় পরিবেশনা। এরপর ডুয়েট গান পরিবেশন করেন মাসুদ পারভেজ, শ্যামলী ও তারিক, মোস্তফা ও শেফালী, সুরভী ভাওয়াইয়া গান পরিবেশন করেন, আধুনিক গানে কন্ঠ দেন শরিফ, নুর ইসলাম, ফজলুর রহমান, সাদিয়া। সবশেষে শিশু শিল্পী লিজা পরপর দুটি গান গেয়ে মাতিয়ে তোলেন উপস্থিত দর্শকদের। সুরে সুরে রঙ্গপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার চোখ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব তানবির হোসেন আশরাফী, শুভেচ্ছা বক্তব্য রাখেন রঙ্গপুর নাট্যধারার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল কাইউম খান, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল করিম সুরুজ, সভাপতিত্ব করেন সহ-সভাপতি বেনজির আহমেদ তারিক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মানিক, বিটু ও টুটুল, যুগল, হযরত, বুলবুলসহ অন্যান্য সদস্য। গানের মাঝে কয়েকটি মডার্ণ ড্যান্স পরিবেশিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন রেজাউল করিম জীবন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ