• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

রংপুরে বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার নিহত

আপডেটঃ : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

রংপুর অফিস॥
রংপুরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে  মহানগরীর হাজিরহাট পাগলাপীরগামী সড়কে পাশে মেজরের গলির তেলির ব্রীজ সংলগ্ন এলাকায় বন্দুক যুদ্ধের ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশিয় তৈরী পিস্তল ও দু’টি দেশিয় ছোরা উদ্ধার করেছেন পুলিশ। এ সময় ২ পুলিশ কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। জানা যায়, মঙ্গলবার ভোরে একদল ডাকাত ডাকাতির উদ্দ্যেশে সমবেত হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতারীভাবে গুলি ছুরতে থাকে। পুলিশও নিজেদের রক্ষার্থে পাল্টা ৫ থেকে ৬ রাইন্ড রাবার বুলেট ছুড়ে। এ সময় ঘটনাস্থলেই একাধিক ডাকাতি, হত্যা ও ছিনতাই মামলার পলাতক আসামী বেলাল হোসেন (৪০)নামের এক ডাকাত সর্দার নিহত হয় । নিহত ডাকাত বেলাল হোসেন উত্তম বেতার পাড়ার মৃত্যু ইসহাক ওরফে আতার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ওসি (তদন্ত) মো. মোখতারুল আলম বলেন, নিহত বেলালের বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ ১৮টি মামলা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ