• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন

পূজা মন্ডপকে মাদক ও জুয়া মুক্ত রাখতে ওসির প্রেস ব্রিফিং

আপডেটঃ : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

কুড়িগ্রাম প্রতিনিধি॥
কুড়িগ্রাম জেলা সদর থানা এলাকার মোট ৮১টি শারদীয় দুর্গাপূজা মন্ডপ ও মন্ডপের আশপাশ এলাকাগুলো নিরাপত্তা চাঁদরে ঢেকে দেয়া হয়েছে। দুর্গা উৎসবকে জুয়া এবং মাদক মুক্ত রাখা হবে। মঙ্গলবার(১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজার রহমান এ আত্মপ্রত্যয় ব্যক্ত করেন। কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) রওশন কবির ও সেকেন্ড অফিসার নাজমুস সাকিব সজিব।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে ওসি মাহফুজার রহমান জানান, ৮১টি পূজা মন্ডপে মোট ১’শ ২০ জন পুলিশ দায়িত্ব পালন করছে। এর মধ্যে ৬৮ জন এসআই এবং এ এস আই রয়েছে। এর পাশাপাশি ৩’শ ৪৬ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবী নিরাপত্তার কাজে নিয়োজিত আছে। উল্লেখ্য, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজার রহমান অবৈধ মাদক নির্মুলের উপর রংপুর রেঞ্চে ৫ বার এবং জেলা পর্যায়ে মোট ১০ বার শ্রেষ্ঠ ওসি হিসেবে পদক পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ