• শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

পাবনায় সাংবাদিক স্বপনের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান ধর্মঘট পালন

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮

পাবনা প্রতিনিধি॥
পাবনায় সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন জেলার গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার শহরের আব্দুল হামিদ সড়কের বিশ্বাস মার্কেটের সামনে ঘন্টা ব্যাপী অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য দেন পাবনার প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সম্পাদক আখিঁনুর ইসলাম রেমন, সাবেক সম্পাদক এবি এম ফজলুর রহমান, উৎপল মির্জা, পাবনা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বাংলদেশ বেতারের প্রতিনিধি সুশিল তরফদার, পাবনা টেলিভিশন সাংবাদিক সমিতির আহবায়ক রাজিউর রহমান রুমী, জনকণ্ঠ প্রতিনিধি কৃষ্ণ ভৌমিক, যমুনা টেলিভিশনের প্রতিনিধি সিফাত রহমান সনম, সাংবাদিক শফিক আল কামাল প্রমুখ। এ সময় বিভিন্ন গণমাধ্যমের কর্মিরা উপস্থিত ছিলেন।
অবস্থান ধর্মঘট থেকে ঘোষণা দেযা হয়েছে, আগামী শনিবারের মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না হলে সাংবাদিকরা
আগামী রবিবার মানববন্ধন সহ কঠোর কর্মসুচি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, ১৩ অক্টোবর রাতে প্রেসক্লাব থেকে বাসায় ফেরার পথে পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান স্বপনকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে পিটিয়ে আহত করে দূর্বৃত্তরা। এঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়ের হলেও পুলিশ ঘটনার ৬ দিন পরেও কোন আসামীকে গ্রেফতার করতে পারে নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ