• শনিবার, ০৪ মে ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন

ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, আই স্ক্রিনিং ও স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন

আপডেটঃ : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮

রংপুর অফিস॥
রংপুর লায়ন্স ক্লাব অব তিলোত্তমার স্থায়ী প্রকল্প হিসাবে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, আই স্ক্রিনিং ও স্বাস্থ্য সেবা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকালে জজকোর্ট এ স্থায়ী ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর জেলা সিনিয়র দায়রা জজ এবিএম নিজামুল হক।
লায়ন্স ক্লাব অব তিলোত্তমার সভাপতি লায়ন এ্যাড. এএমএম মুনির চৌধুরী সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর জেলা সিনিয়র দায়রা জজ এবিএম নিজামুল হক তিনি বক্তব্যে বলেন, প্রতি মাসের শেষ বৃহস্পতিবার স্থায়ী ক্যাম্পে গরীব অসহায়দের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, আই স্ক্রিনিং ও স্বাস্থ্য সেবা দেওয়া শুরু হয়েছে। এবং গ্রাম থেকে আসা সাধারন মানুষ জেন নিয়মিত ফ্রি স্বাস্থ্য সেবা  পায় সেদিকেও আপনাদের লক্ষ রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ এস এম রেজাউল বারী, এএফএম গোলজার বারী, সাদিয়া সুলতানা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমীন মুক্তা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন, ফজলে এলাহী খান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স জেলা ৩১৫এ২ বাংলাদেশ জোন চেয়ারপার্সন লায়ন আরিফ হোসেন টিটো, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এ্যাড. আব্দুর রশিদ চৌধুরী ও লায়ন শহিদুল আনাম তুহিন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন লায়ন রাহাত হোসেন খান, লায়ন দীদার, লায়ন জেনিভা, লায়ন রোজী, লায়ন বিপু, লায়ন হাবিবুর রহমান, লায়ন মঞ্জুরুল আহসান কবীর রাসেল, রংপুর জজকোর্টের নাজি আঃ আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে চিকিৎসা সেবা প্রদান করেন লায়ন অধ্যাপক ডা: মো: আখতারুজ্জামান।
এসময় জজকোর্টের স্টাফসহ বিচারপ্রার্থীগণের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ