• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন

ভোলায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সাথে কর্মশালা

আপডেটঃ : বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯

ভোলা প্রতিনিধি ॥
ভোলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড’ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬জানুয়ারী) সকাল ১১টার দিকে ইপিআই ভোলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মলেন কক্ষে অরিয়েন্টেশন এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সিভিল সর্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, সাংবাদিক কামাল উদ্দিন সুলতান, মোকাম্মেল হক মিলন, নজরুল হক অনু, হামিদুর রহমান হাসিবসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসময় সিভিল সার্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার বলেন, ১৯ জানুয়ারি শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোলা জেলায় মোট ১৭৮৯টি কেন্দ্রে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার শিশুকে ১টি নীল রঙের, এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৪২ হাজার ২৯৬ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
আলোচনা শেষে, ভিটামিন খাওয়ানোর নিয়ম এবং বিভিন্ন পদ্ধতি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ