• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

ভাড়া করা বিমানে ভারত গেলেন মোস্তাফিজ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

আইপিএল খেলতে আজ সকালেই ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মোস্তাফিজুর রহমান। ভাড়া করা বিমানে সকাল ৮টায় রওনা হন তিনি।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে গতকাল রাতেই ঢাকা ফিরেন এই বাঁহাতি পেসার।
আইপিএলে আজ রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে মাঠে নামবে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস। ম্যাচের আগেই দলের সাথে যোগ দেবেন মোস্তাফিজ।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বিবেচনার বাইরে থাকায় শুরু থেকেই মোস্তাফিজের আইপিএলে যোগ দেয়াটা নিশ্চিত ছিল। মোস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনাও আছে। দিল্লির বিদেশী পেসার আছেন মোস্তাফিজ ও আনরিখ নরকিয়া।

দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের ওয়ানডে সিরিজ থাকায় নরকিয়াকে এখনই পাচ্ছে না দিল্লি। সে ক্ষেত্রে একাদশে মোস্তাফিজের থাকার সম্ভাবনা বেশি।
সাকিব আল হাসান ও লিটন দাস এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। তবে শুরু থেকে তাদের দু’জনকে পাচ্ছে না কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি।

আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ৪ মে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট খেলে দু’জনের আইপিএলে যোগ দেয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ