• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন

৫ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৮ মে, ২০২৩

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম মোঃ মিজানুর রহমান ওরফে মেজু , গোলাম মাওলা ওরফে রতন, রাজন মিয়া, মোঃ রাজন ও মোঃ জুয়েল ওরফে জহির।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা ডিএমপি নিউজকে জানান, শনিবার রাত ৮:৩০টায় কতিপয় মাদক কারবারি হাতিরঝিল থানার বড় মগবাজার চৌরাস্তা এলাকায় ইয়াবা বিক্রি করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর আশপাশের এলাকায় বিক্রয় করতো।

ডিএমপির হাতিরঝিল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে মর্মে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ