মাদক ধ্বংসের কার্যক্রম চলাকালে এক কর্মকর্তার পকেট থেকে এক হাজার ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বরে এমন ঘটনা ঘটে। পরে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম।
তিনি বলেন, গ্রেপ্তার ওই কর্মকর্তার নাম মাহমুদুল হাসান। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর। মামলা নিষ্পত্তি শেষে আলামতের মাদক ধ্বংস করার সময় পকেটে লুকিয়ে ফেলেন তিনি।