• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

চাঁদপুরে বেঞ্চের অভাবে মেঝেতে শিশুদের পাঠদান

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
হাজীগঞ্জ উপজেলার আহমেদাবাদ লুৎফুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের রামরা গ্রামে আহমেদাবাদ লুৎফুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন হলেও টেবিল-বেঞ্চ না থাকার কারণে মেঝেতে বসে পাঠদান গ্রহণ করতে হয় শিক্ষার্থীদের। ৫০ জোড়া টেবিল-বেঞ্চ থাকার কথা থাকলেও এখন আছে মাত্র সাত জোড়া। একইসঙ্গে শিক্ষকের ঘাটতি এবং বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় শিক্ষার পরিবেশ বিঘিœত হচ্ছে বিদ্যালয়টিতে। সংশ্লিষ্টরা বলছে-খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের জন্য বেঞ্চের ব্যবস্থা করা হবে।

২০২২ সালের শুরুতে চার কক্ষ বিশিষ্ট বিদ্যালয়টির একতলা ভবন নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু এরপরে ঠিকাদারি প্রতিষ্ঠান বিদ্যালয় কর্তৃপক্ষকে ভবন বুঝিয়ে দিলেও শিক্ষার্থীদের জন্য টেবিল ও বেঞ্চ দেয়নি। যার কারণে শিক্ষার্থীদেরকে মেঝেতে পাঠদান গ্রহণ করতে হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হাসান মোস্তফা জানান, ২০১৮ সালে আমি এই বিদ্যালয়ে যোগদান করি। তখন শিক্ষক চারজন থাকলেও এখন আমিসহ তিনজন। সহকারী শিক্ষক দুজন নারী। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, বিদ্যালয়টির ভাঙা ভবন ছিল। নতুন ভবন পেলেও শিক্ষার্থীদের জন্য বেঞ্চ পাইনি। বারবার উপজেলায় কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছি। হাজীগঞ্জ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান জানান, পূর্বে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হলে একইসঙ্গে টেবিল-বেঞ্চ বরাদ্দ দিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কিন্তু বর্তমানে ভবন ও ফার্নিচার আলাদা বরাদ্দ দেওয়া হয়। আশা করি এই বিদ্যালয়টির এই অর্থবছরেই ফার্নিচার বরাদ্দ হবে।

চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক সিদ্দিকী জানান, আহমেদাবাদ লুৎফুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন হয়েছে। তবে বেঞ্চ নেই। সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা দ্রুত সময়ের মধ্যে এই বিদ্যালয়ে বেঞ্চ সরবরাহের ব্যবস্থা করব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ