• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

ইজিবাইক চালকের পেশায় তের বছর বয়সী রনি এক বার আটক করেছিল পুলিশ

আপডেটঃ : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইজিবাইক এবং অটোরিক্সা ভ্যান সংখ্যা দিন যেতেই বাড়ছে। এসব বাহনের চালকদের বেপরোয়া চালনায় প্রায়ই দূর্ঘটনা ঘটছে। এখন ব্যাটারী চালিত অটো ভ্যানগুলো হ্যালোজিন ব্লাব আর হর্ণ জনগনের কাছে যন্ত্রনার হয়ে গেখা দিয়েছে। এদিকে বিভিন্ন সড়ক পথে চলাচলকারী ইজিবাইক গুলোর অনেকেই কম বয়সী চালক। এমন যে মাত্র তের বছর বয়সী রনি প্রায় তিন বছর ধরে ইজিবাইক চালাচ্ছে। সে একজন পেশাদার চালক। উল্লাপাড়া-কয়ড়া পাকা সড়ক পথে সে নিয়মিত ইজিবাইক নিয়ে যাত্রী বহন করে। এছাড়া সে কয়ড়া-রাজমান সড়কেও ইজিবাইকে যাত্রী নিয়ে চলাচল করে। অতি সম্প্রতি উল্লাপাড়া পৌরসভা থেকে তার পিতার নামে ইজিবাইক চলাচলে অনুমতিপত্র দেয়া হয়েছে। গত সপ্তাহ দেড়েক আগে হাইওয়ে থানা পুলিশ ইজিবাইক সহ চালক রনিকে আটক করে ছিল বলে জানা  যায়। জানা গেছে, রনির পিতা আগকয়ড়া গ্রামের আসাদুল হক একজন মুদি দোকানী। এত কম বয়সে ইজিবাইক চালানো নিয়ে সে জানায়, প্রায় তিন বছর হলো চালাচ্ছি কোন দূর্ঘটনাতো হয়নি। এদিকে তার বাইকে উঠতে গেলে অনেক যাত্রী অনিহা দেখালেও অনেকটা বাধ্য হয়েই চলাচল করতে হয়। এত কম বয়সী চালক রনিকে নিয়ে অন্য ইজিবাইক চালকেরা বিভিন্ন দূর্ঘটনা এবং তাকে বারন করলেও কোন ফল আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ