উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের জামায়াতের সভাপতি নুরুল ইসলামকে বুধবার গভীর রাতে উল্লাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে চরপাড়া গ্রাম থেকে গ্রেফতার করেছে। উল্লাপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে থানায় নাশকতা সহ একাধিক মামলা রয়েছে। নুরুল ইসলাম কয়ড়া চরপাড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।