ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টর ড্রাইভার রফিকুল ইসলাম (২৪) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসসপাতালে প্রেরন করা হয়েছে। বুধবার মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা বাকসাতরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার সময় ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকামেট্রো-ব-১১-৫৪৮৬) উপজেলার ভরাডোবা বাকসাতরার ব্রিজের কাছে একটি ট্রাক্টরকে পিছন থেকে ধাক্কা দিলে ট্রাক্টরটি রাস্তার বাম পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর ড্রাইভার ত্রিশাল উপজেলার গুজিয়াম গ্রামের হজরত আলীর ছেলে রফিকুল ইসলাম মারা যান । এ সময় হালুয়াঘাটের জমিলা খাতুন (৪০), সাইফুল (১৫), রাশিদুল ইসলাম (২১) ভালুকার উপজেলার শহিদ মিয়া (১৭), রফিুল ইসলাম (১৮) ও রাব্বিসহ (১১) অন্তত ১৫ জন আহত হন। আহতদের মাঝে ৬ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যদের ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।