ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকায় জাতীয় শ্রমিকলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও র্যালি বের করা হয়।
ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের পরিচালনায় র্যালি পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহাম্মেদ, সেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার হক সজিব প্রমূখ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।