চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পৃথক পৃথক ভাবে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস ও জাতীয় কন্যা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা শুক্রবার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকাল ১০টায় একটি বিশাল বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) এসিল্যান্ড মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মুসফিকুর রহমান তারা, রামেশর হাই স্কুলের সহকারী প্রধান শিক্সক আব্দুল বারী, প্রকল্প বাস্তায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলি মুনিমুল হক, উপজেলা পরিষদের সিএ শামীম আক্তার, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক নিলুফার ইয়াসমিন বেবী, অফিস সহকারী আন্জুমানারা ও গণস্বাস্থ্য প্রকৌশলির মেকানিক আব্দুল আওয়াসহ অন্যরা।