সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে আইএস সদস্য পরিচয়ে মাহবুবুর রহমান সৈকত (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে সৈকত চিলড্রেন’স হোম পাবলিক স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। শুক্রবার সকাল থেকে সে নিখোঁজ হওয়ায় শনিবার সকালে অপহৃতের বাবা বাদি হয়ে সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।
অপহৃত শিক্ষার্থীর বাবা আব্দুল মান্নান জানান, শুক্রবার সকাল ৬ টার দিকে তাঁর ছেলে মাহবুবুর রহমান সৈকত প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বাই সাইকেলযোগে বের হয়। সারাদিন তার কোন খোঁজ না পেয়ে ২৪ ঘন্টার পর শনিবার সকালে থানায় সাধারণ ডায়েরি করা হয় (যার নম্বর ৫৪৪)। আইএস পরিচয় দিয়ে অজ্ঞাত চক্র তাঁর ছেলেকে অপহরণ করেছে বলে তিনি দাবি করেন। আব্দুল মান্নান অভিযোগ করেন, গত ১৭/০৭/২০১৫ইং তারিখে তাঁর ব্যবহৃত মোবাইল (০১৭৩১-১১০৩৮৭) নম্বরে আইএস সদস্য পরিচয়ে অজ্ঞাত এক লোক ০১৭৯১-৫৩৭০৫৭ নম্বর থেকে এসএমএস দিয়ে সৈকতকে মেরে লাশ উপহার দেওয়ার হুমকি দিয়েছিল। ওইদিনই সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় (যার নম্বর ৬০০)।
সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান বলেন, ‘নিখোঁজের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’