চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
ভোলাহাট উপজেলা শ্রমীকলীগ শাখা আয়োজিত ৪৮তম শ্রমীকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। কর্মসূচীর মধ্যে সকাল ৮টার সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৮টার দিকে বর্ণাঢ্যর্যালী বের হয়ে মেডিকেল মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকেল ৩টার দিকে মেডিকেল মোড়ের কেজি স্কুলে উপজেলা শ্রমীকলীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আলীগ শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দীন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, ভোলাহাট উপজেলা আলীগ সভাপতি প্রকৌশলি আলহাজ্ব আমিনুল হক, জেলা আলীগ সদস্য আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা আলীগ শাখার সহ সভাপতি ইয়াসিন আলী শাহ ও সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু, জেলা শ্রমীকলীগ আহবায়ক শ্রী সুবাস পান্ডে। আলোচনার পূর্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিগণ। এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি ও উপজেলা আলীগ সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেনসহ অন্যরা।