গত কয়েক সপ্তাহ ধরে বিতর্কের পর সেই তাজমহল পরিদর্শনে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার তিনি তাজমহল পরিদর্শনে যান। সেখানে গিয়ে ঝাড়ু হাতে তাজমহল চত্বর পরিষ্কার করেন আদিত্যনাথ।
এই প্রথম উত্তরপ্রদেশের কোনো বিজেপি মুখ্যমন্ত্রী তাজমহল পরিদর্শনে গেলেন। যোগীর সফর উপলক্ষে বৃহস্পতিবার তাজমহল চত্বর অন্য দিনের চেয়েও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছিল। কিন্তু রাজ্যবাসীকে এ দিন তাজ চত্বর থেকেই পরিচ্ছন্নতার বার্তা দিতে চেয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাই মাথায় বেসবল হ্যাট পরে ঝাড়ু হাতে তাজমহল চত্বর পরিষ্কার করেন যোগী নিজেই।
গত কয়েক সপ্তাহ ধরে উত্তরপ্রদেশের বিজেপি নেতারা তাজমহল নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করছিলেন। সেই মন্তব্যের প্রবল সমালোচনা শুরু হয়েছিল গোটা দেশে। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে প্রকাশিত একটি পুস্তিকায় রাজ্যের মূল পর্যটন কেন্দ্রগুলির তালিকা থেকে তাজমহলের নাম বাদ দেয়া হয়। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।