বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাব।
শুক্রবার বেলা ১১টার দিকে তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এদিন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল মাহাবুব আলম, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন ও ব্যাংক ম্যানেজারের স্ত্রী মাইসুরা ইসফাত উপস্থিত ছিলেন।
র্যাব বলছে, বৃহস্পতিবার রাতে র্যাবের মধ্যস্থতায় রুমা বাজারের পাশ থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যাংক ম্যানেজারকে। আজ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণের ৪৮ ঘণ্টা পর ব্যাংক ম্যানেজারকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে রুমা বাজারে সোনালী ব্যাংকে সশস্ত্র হামলা চালায় কুকি-চিন ন্যাশনাল ফন্ট্র বা কেএনএফ। এসময় ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে সন্ত্রাসী গোষ্ঠীটি। তাছাড়া পুলিশ ও আনসারের অস্ত্র লুট করা হয়। অপহরণের পর ম্যানেজারের পরিবারের কাছে ১৫ লাখ টাকা চাওয়া হয়। রুমার ঘটনার পরের দিন (বুধবার) থানচিতে আরও দুটি ব্যাংকে ডাকাতি করে কেএনএফ। এদিন দুটি ব্যাংক থেকে নগদ টাকা লুটে নিয়ে যায় তারা।