চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে জেল হত্যা দিবস। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার শোকর্যালী, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে দলীয় ও কালো পতাকা অর্ধনমিত করা হয়। পরে দলীয় কার্যালয় চত্বর থেকে বেলা পৌনে ১১টায় জেলা তাঁতী লীগের উদ্যোগে একটি শোক র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনাসভায় মিলিত হয়। এ সময় জেলা তাঁতী লীগের আহ্বায়ক নিক্সন হায়াত রাজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা গোলাম শাহনেওয়াজ অপু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাওন আহেম্মদ প্রমুখ। এই সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, নারী নেত্রী শান্তনা হক শান্তা, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক শারওয়ার হোসেন প্রমুখ।