• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

মাদারীপুরে আড়িয়ল খাঁ নদ থেকে বালু উত্তোলনের দায়ে বায়েজিত মিয়া (৫২) নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় ওই ব্যবসায়ীকে এ জরিমানা করেন সদর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আড়িয়ল খাঁ নদে বালু উত্তোলন করছে, এমন খবরে দুপুরে ট্রলার নিয়ে অভিযানে নামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি দল। এ সময় নদ থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও ট্রলারসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে ব্যবসায়ী বায়েজিত মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকি দুইজনকে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে বালু উত্তোলনের কাছে ব্যবহৃত জব্দকৃত ২ হাজার মিটার পাইপ ধ্বংস করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু জানান, নদ থেকে বালু উত্তোলন বন্ধে অসাধুদের বিরুদ্ধে নিয়মিত এমন অভিযান চলমান থাকবে। কোনো অবস্থাতেই নদে বালু উত্তোলনের এই কার্যক্রম চলতে দেওয়া যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ