ভিসা জটিলতার কারণে আটকে ছিল শাটলারদের ভারত গমন। শেষ পর্যন্ত সেই জটিলতার অবসান হয়েছে। পরে বুধবার সকালে ৬ শাটলার ও দুই কর্মকর্তা সড়ক পথে কলকাতা পৌঁছেছে। সেখান থেকে আকাশপথে যাবে হায়দরাবাদ।
আগামী ২৩ থেকে ২৬ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সিরিজ এবং ২৯ নভেম্বর হতে ৩ ডিসেম্বর মুম্বাইতে হবে টাটা ওপেন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ।
এ দুটি টুর্নামেন্টে অংশ নেবেন শাপলা, এলিনা ও মিনহাজরা। শাটলার-মোহাম্মদ সালমান খান, তুষার কৃষ্ণ রায়, মোহাম্মদ মিনহাজ, আরিফুল ইসলাম তুহিন, এলিনা সুলতানা, শাপলা আক্তার, ম্যানেজার-হাফিজুর রহমান খান মিলন এবং কোচ- এসএম জাহিদুল হক কচি।