চোটগ্রস্থ খেলোয়াড়ের তালিকা আরও লম্বা হলো ফুটবল ক্লাব বার্সেলোনার। এবার লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন দলটির তরুণ স্ট্রাইকার দানি ওলমো।
সোমবার এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, পরীক্ষায় ওলমোর ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। তার মাঠে ফিরতে আনুমানিক চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে।
রোববার জিরোনার বিপক্ষে ৪-১ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেওয়া হয়।
হ্যান্সি ফ্লিকের দলে দারুণভাবে মানিয়ে নিয়েছেন স্প্যানিশ এই স্ট্রাইকার। নিজের খেলা লিগে তিন ম্যাচেই পেয়েছেন গোলের দেখা। ২০১১ সালের পর প্রথম খেলোয়ার হিসেবে এই কীর্তি গড়েন এই ২৬ বছর বয়সী। মৌসুমে দলের শতভাগ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।
লা লিগায় ভিয়ারিয়াল, গেতাফে, ওসাসুনা ও আলাভেস এবং ইউরোপিয়ান ম্যাচে ইয়াং বয়েজের বিপক্ষে ওলমোকে পাবে না বার্সেলোনা। আগামী ২০ অক্টোবর সেভিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার আশা করছে কাতালোনিয়ার দলটি। এরপর আছে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ ও এস্পানিওলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ।
আরবি লাইপজিগ থেকে গত মাসেই ৫৫ মিলিয়ন ইউরোয় ওলমোকে দলে টানে বার্সেলোনা।
চোটের কারণে ইতোমধ্যে দলের বাইরে আছেন ফ্রেঙ্কি ডি ইয়ং, গাভি, রোনালদ আরাওহো, আন্দ্রেস ক্রিশ্চিয়ানসেন, ফারমিন লোপেজ ও আনসু ফাতি।
ফাতি ও গাভি ইতোমধ্যে অনুশীলনে ফিরেছেন। এই সপ্তাহে মোনাকোর বিপক্ষে দলে দেখা যেতে পারে তাদের।