চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
ঘটনার বিবরণে প্রকাশ র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চৌকা মনাকষা গ্রামস্থ জনৈক মোঃ ইলিয়াছ আলী, পিতা-মৃত আক্কাউল মোড়ল এর পরিত্যক্ত বসতঘরের ভিতর একজন জাল মুদ্রার ব্যবসায়ী ও চোরাকারবারী ভারতীয় জাল রুপি লেনদেন করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুকৌশলে অভিযান পরিচালনা করে উপরোক্ত আসামী’কে (১) ভারতীয় জাল রুপি-৬,৩০,০০০ (ছয় লক্ষ ত্রিশ হাজার) রুপি, (২) মোবাইল সেট-০১ টি এবং (৩) সীম কার্ড-০২ টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এ সংক্রান্তে তাদের একটি চক্র দীর্ঘদিন যাবৎ কাজ করছে এবং তারা ভারতীয় জাল রুপি সহ বিভিন্ন দেশের জাল মুদ্রা ব্যবসার সাথে জড়িত।এই ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।