কানপুর টেস্টে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা বাতিলের পর আজ সোমবার চতুর্থ দিন সকালে সূর্য উঠেছে। ফলে সকাল ১০টায় গ্রিন পার্কে খেলা শুরু হয়েছে। অর্ধশত করেছেন মুমিনুল হক। ১১০ বলে নয়টি বাউন্ডারিতে অর্ধশত করেন এই অভিজ্ঞ ব্যাটার।
এর আগে দিনের শুরুতেই আউট হয়ে গেছেন মুশফিকুর রহিম। প্রথম দিন অপরাজিত থাকা ৬ রান নিয়ে সকালে মাঠে নামেন এই অভিজ্ঞ ব্যাটার। কিন্তু ৫ যোগ করেই ১১ রানে মাঠ ছাড়েন। জাসপ্রিত বুমরাহর বল ব্যাট উঁচিয়ে ছেড়ে দিয়ে বোল্ড হন মুশফিক।
বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান। মুমিনুল ব্যাট করছেন ৫৩ রান নিয়ে। আর লিটন দাস আছেন ১২ রানে।