বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ রবিবার সকাল থেকে হাইকোর্ট ও এর আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
হাইকোর্ট এলাকায় দেখা গেছে, হাইকোর্টের মূল গেট, বার কাউন্সিলের পাশের গেট এবং হাইকোর্ট মাজার গেটে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জাতীয় প্রেসক্লাব থেকে হাইকোর্ট মাজার গেট পর্যন্ত সড়কেও মোতায়েন করা হয়েছে পুলিশ। সুপ্রিম কোর্টের মূল গেটে আর্চওয়ে গেট বসিয়ে আইনজীবী ও আসামির স্বজনদের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এ ছাড়া অ্যানেক্স ভবনের ২৪ নম্বর কোর্টকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।
রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদাদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।