• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন

ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুরের সাবেক পরিবহন মন্ত্রীর দুর্নীতির দায়ে ১ বছরের জেল

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
সংগৃহীত ছবি

দুর্নীতির দায়ে সিঙ্গাপুরের ভারতীয় বংশোদ্ভূত সাবেক পরিবহনমন্ত্রী এস ঈশ্বরনকে এক বছরের জন্য কারাদণ্ড করল সিঙ্গাপুরের হাইকোর্ট। প্রায় ৩০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার গড়া ইশ্বরণের বিরুদ্ধে দুর্নীতি এবং ন্যায়বিচারে বাধাসহ ২৭টি অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার বিচারপতি হুং বলেন, সরকারি কর্মচারী হিসেবে অপরাধী যত উঁচু পদে অধিষ্ঠিত হন, তার অপরাধের মাত্রা তত বেশি।

আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের তরফে জানান হয়েছে, এস ঈশ্বরনর বিরুদ্ধে ১৬৫ ধারায় মামলা হয়েছে। আর এই প্রসঙ্গে বিচারপতি জানান, তিনি আসামিপক্ষের আবেদনগুলি গ্রহণ করতে অক্ষম। অভিযুক্ত শুধুমাত্র ১০ শতাংশ পর্যন্ত সাজা ছাড়ের যোগ্য। তবে এই অভিযোগ আশার পর প্রথমে অস্বীকার করলেও পরে অবশ্যই সাবেক পরিবহন মন্ত্রী নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।

৬২ বছর বয়সী ঈশ্বরণ দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্রটিতে ফর্মুলা ১ গ্র্যান্ড প্রিক্স (কার রেসিং) আনার জন্য সবচেয়ে বেশি পরিচিত। সেইসময় তাকে তিন লক্ষ ১১ হাজার ৮৮২ ডলারের ফ্লাইট, হোটেলে থাকা, মিউজিক্যাল এবং গ্র্যান্ড প্রিক্স টিকিট উপহার দেয়া হয়েছিল। এরপরেই তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন।

তবে সিঙ্গাপুরে দুর্নীতি মামলায় সরকারি কোনো কর্মকর্তার নাম জড়ানোর বিষয়টি দেখা যায় না বলেই চলে। এই প্রথম দুর্নীতি মামলায় সরকারি কোনো কর্মকর্তার নাম জড়ানোই পুরো দেশে চাঞ্চল্য তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ