উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার আদর্শগ্রাম মহল্লার সুষ্ঠ পানি নিস্কাশনের জন্য আজ রবিবার সকালে ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে উল্লাপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের আদর্শগ্রাম মহল্লার সোহরাব আলী দোকান হতে স্বর্নমন্দির হয়ে নদী পর্যন্ত এ ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম। উদ্বোধন শেষে স্থানীয় জনগনের উদ্দেশ্যে পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম বলেন, আদর্শগ্রাম প্রতিষ্ঠার পর থেকেই আপনার এ মহল্লার মানুষ সুষ্ঠ পানি নিস্কাশনের জন্য আদর্শগ্রামের ভিতর দিয়ে একটি ড্রেন নির্মানের দাবি জানিয়ে আসছিলেন। আমি আমার নির্বাচনের সময় আপনাদের কাছে কথা দিয়েছিলাম যদি নৌকা প্রতিক নিয়ে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে মেয়র হতে পারি তাহলে আপনাদের ড্রেন সহ রাস্তা-ঘাট নির্মান করা হবে। আপনারা আপনাদের কথা রেখেছেন। আমিও আমার কথা রাখলাম। আগামী এ ওয়ার্ডের উন্নয়নের জন্য আরো বড় বড় প্রকল্প নেয়া হবে। আপনারা আমাকে সহযোগিতা করবেন। এ সময় সহকারী প্রকৌশলী সাফিউল কবীর, উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, কার্যসহকারী আব্দুস ছালাম সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিল। এ ড্রেন নির্মানের ফলে আদর্শগ্রাম মহল্লার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে। সুষ্ঠ পানি নিস্কাশন ব্যবস্থা জন্য এ ড্রেনটি নির্মান করা হচ্ছে।