বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাট পৌরসভার আয়োজনে ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের সার্বিক সহযোগীতায় হযরত খান জাহান আলীর পূন্য ভূমি বাগেরহাটের ভৈরব নদীতে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা। আর আবহমান বাংলার চিরচেনা সংস্কৃতির ধারায় এ নৌকা বাইচকে কেন্দ্র করে দড়াটানা নদীর দু’পাড়ে উপছে পড়াহাজার হাজার দর্শানার্থীদের দেখা গেছে। গ্রাম বাংলার ঐতিহ্যে লালিত আকর্ষণীয় এই নৌকা বাইচ এ বাগেরহাট জেলাসহ গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার ১৬টি নৌকা অংশ নেয়। প্রতিযোগীতায় অংশ নেয়া ঝিলাম তালুকদারের নৌকা প্রথম, সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ভাই ভাই জলপরি ২য় ও বেমরতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যা জহিরুল ইসলাম মিঠুর নৌকা ৩য় স্থান লাভ করে। এছাড়াও প্রতিযোগীতায় পৌর মেয়র খান হাবিবুর রহমানের সহধর্মিনী রানু বেগম ও প্যানেল মেয়র বাকি তালুকদারের সহধর্মিনী তালুকদার রিনা সুলতানার নেতৃত্বে বিশেষ আকর্ষন হিসাবে দুটি নৌক নিয়ে মহিলা বাইচ দল প্রতিযোগীতায় অংশ নেয়। যার মধ্যে তালুকদার রিনা সুলতানার নৌকা প্রথমস্থান অধিকার করে।রোববার দুপুর ৩টায় ভৈরব নদীর মুনিগঞ্জ সেতু থেকে বাদামতলা খেয়াঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দুরত্বের এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শুরুর সাথে সাথে ঢাক, ডোল ও বাজনার ছন্দে বাইচা,রা প্রমত্ত উম্মাদনায় মেতে ওঠে। নৌকায় গতি আনতে বাইচারা সুর করে ধরেছিল জারি গান “হেইয়া রে হেইয়া”। ভৈরবের, দু,কুলে উপছে পড়ে নারী, পুরুষ ও শিশুসহ হাজার হাজার মানুষ। এসময় মানুষের করতালী ও হর্যধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ভৈরব নদীর দু’পাড়। প্রতিযোগিতা শেষে ভৈরব নদী সংলগ্ন পৌরপার্কে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। এসময় প্রথমস্থান অধিকারী নৌকা,কে এক লাখ টাকা, ২য় স্থান অধিকারী নৌকা,কে ৭৫ হাজার ও তয় স্থান অধিকারনী নৌকাকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এর আগে রুপা চৌধুরী পৌর পার্কের উদ্বোধন ও বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর ভবন নির্মানের ভিত্তি প্রস্তরের ফলোক উন্মোচন করেন প্রধান অতিথি। বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিনের সহধর্মিনী রুপা চৌধুরী, মেয়ে ব্যারিষ্ট্রার শেখ ফজিলাতুননেছা অনন্যা, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা এমপি হেপী বড়াল, খুলনা র্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, জেলা মহিলা আওযামী লীগের সাধারণ সম্পাদীকা শরিফা হেমায়েত, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম প্রমুখ।বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে এখানে নৌকা বাইচের আয়োজন করে আসছি। এটি আমাদের গ্রামীন সংস্কৃতির ঐতিহ্যতে পরিনত হয়েছে। এ কৃষ্টিকে ধারে রাখতেই আমরা এ আয়োজন করে আসিছি।