ভোলা প্রতিনিধি ॥
ভোলা শহরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলা ভূমি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে ও কোস্টগার্ড দক্ষিন জোনের সহযোগিতায় ভোলা শহরে চকবাজার সুতা পট্টি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এসময় প্রায় ৬০ লক্ষ মিটার জাল যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা ।
শনিবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ভূমি অফিসার রুহুল আমিন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে ও বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী দক্ষিন জোনের সহযোগিতায় ভোলা চক বাজারের সুতা পট্টির বিভিন্ন দোকানে ও দোকানের গুদাম ঘরে অভিযান চালায়। এসময় দোকানে থাকা অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন আটক করা হয় । আটক কৃত কারেন্ট জালের পরিমান ১০৪বস্তা (৬০লক্ষ মিটার ) এর আনুমানিক মূল্য প্রায় ২০কোটি টাকা বলে জানিয়েছে ভ্রাম্যমান আদালত। আটককৃত নিষিদ্ধ কারেন্ট জাল গুলো যে সমস্ত দোকানে পাওয়া গেছে সে সমস্ত দোকান গুলোকে সিলগালা করা হয়।
পরে আটক কৃত কারেন্ট জাল গুলোকে কোস্ট গার্ড দক্ষিন জোনের সহযোগিতায় ভোলার সদুর চরে কোস্ট গার্ড বেইজ ক্যাম্পে রাতের বেলায় আটককৃত জাল পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে।