• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

চিত্রনায়ক রুবেল ‘ব্ল্যাক মানি’র সঙ্গে যুক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বেশ কদিন আগে ‘ব্ল্যাক মানি’র সঙ্গে রায়হান রাফীর সম্পৃক্ততার খবর আসে। এরপর গেল ৫ আক্টোবর সংবাদ সম্মেলনে নিজের প্রথম ওয়েব সিরিজটির কথা আনুষ্ঠানিকভাবে জানান রাফী। এবার প্রকাশ করলেন ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের পোস্টার।

আজ সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুকে রাফী প্রকাশ করেন ‘ব্ল্যাক মানি’র পোস্টার। ক্যাপশনে লেখেন, হাজার কোটি টাকার খেলা নিয়ে আসছে ‘ব্ল্যাক মানি’!

পোস্টারে চোখ রাখলে রাফীর কথার সঙ্গে সবাই একমত পোষণ করবেন। একটি কক্ষের ভেতরের দিক দেখানো হয়েছে। যেখানে বস্তায় বস্তায় টাকা। কোনো কোনো বস্তা উপচে পড়ছে টাকায়। ঘরের মেঝেতেও টাকার ছড়াছড়ি।

‘ব্ল্যাক মানি’র মাধ্যমে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে নাম লিখিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। সঙ্গে আছেন পূজা চেরী। তারও প্রথম সিরিজ এটি। সংবাদ সম্মেলনে রুবেল বলেছিলেন, ‘রাফীর ছবির ক্লিপ দেখেছি। আমার ভালো লেগেছে। তখন থেকে প্রত্যাশা ছিল তার সঙ্গে কাজের সুযোগ এলে করব। আমি কৃতজ্ঞ রাফী ও প্রযোজকের কাছে এরকম একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে।

অন্যদিকে রাফীকে নিয়ে পূজা বলেছিলেন, ‘রায়হান রাফীর সবকিছুই আমার ভালো লাগে। সে এত মেধাবী এরকম মেধাবী পরিচালক আরও দশজন থাকলে আমাদের ইন্ডাস্ট্রি অন্য জায়গায় চলে যেত। আমাদের একজনই রায়হান রাফী আছে।

জানা গেছে, নভেম্বরের শেষের দিকে বঙ্গ থেকে মুক্তি পাবে ‘ব্ল্যাক মানি’। এতে আরও আছেন সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ