• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম হাজারী স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহা. নূরুল হুদা। আবেদনে বলা হয়, নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য, কমিশন-বাণিজ্য ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের নামে এবং ও স্ত্রীর নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান। তারা দেশ ছেড়ে চলে যেতে পারে বিশ্বস্তসূত্রে জানা গেছে। তাদের বিদেশ গমন রোধ করা করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ