• রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

ঢাবির ভিসি চত্বরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে আজাদ ফিলিস্তিনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে বক্তব্য দেন- ঢাবি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম অপু, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমরান।

আরিফুল ইসলাম অপু বলেন, ‘সাহাবি হজরত ওসমান (রা.) হত্যার বিষয় শোনার পর রাসুল (সা.) এর হাতে সবাই যেরকম বাইয়াত (শপথ) নিয়েছে তেমনি আমাদেরও বাইয়াত নিতে হবে। ইয়াহিয়া সিনওয়ার আমাদের নেতা। আল্লাহ তার শাহাদাত কবুল করুক।
ঢাবি শিক্ষার্থী ইমরান বলেন, ‘ফিলিস্তিনের জনগণের মুক্তির সংগ্রাম নির্দিষ্ট কোনো ভূখণ্ডের সংগ্রাম নয়, এটা আমাদেরও সংগ্রাম। আমরা এখান থেকে জানাতে চাই, আমরা ফিলিস্তিনের পাশে রয়েছি।

গায়েবানা জানাজা নামাজের ইমামতি করেন আরবি বিভাগের শিক্ষার্থী আশিক বিল্লাহ। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন তিনি। মোনাজাত শেষে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। এ সময় তারা ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘অকিউপেশন অকিউপেশন, নো মোর নো মোর’, ‘আমাদের নেতা ইয়াহিয়া সিনওয়ার, লাল সালাম লাল সালাম’ ইত্যাদি স্লোগান দেন।

গত বুধবার ইসরায়েলের হামলায় নিহত হন হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গত বুধবার গাজার রাফাহ শহরের একটি ভবনে অভিযান চালানো হয়েছিল। ওই ভবনটি হামাসের সিনিয়র নেতারা ব্যবহার করেন বলে ধারণা করা হয়েছিল। সেই অভিযানে সিনওয়ারসহ তিনজন নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ