রংপুর প্রতিনিধি॥
মনোনয়নপত্র বৈধ ঘোষনার পর প্রার্থীরা জোরেসোরে মাঠে নামছেন। চাইছেন ভোটারদের কাছে দোয়া ও ভোট ভিক্ষা।২৮৮জন প্রার্থী জোরেসোরে মাঠে নামছেন ।
রোববার রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ করা হয়। মেয়র পদে সরফুদ্দীন আহমেদ ঝন্টু (আওয়ামীলীগ), মোস্তাফিজার রহমান মোস্তফা (জাতীয় পার্টি), কাওছার জামান বাবলা (বিএনপি), আব্দুল কুদ্দুস (বাসদ), এটিএম গোলাম মোস্তফা (ইসলাম শাসনতন্ত্র আন্দোলন), হোসেন মকবুল শাহরিয়ার (জাতীয় পার্টি বিদ্রোহী) ও সেলিম আক্তার (এনপিপি)। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন তারা। তাদের সাথে কর্মী সমর্থকরাও ভোট চাইছেন। মনোনয়নপত্র বৈধ হওয়ার পর তারা ুেদায়া চাইছেন ভোটারদের কাছে।
এদিকে ৩৩টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২১৮ জন প্রার্থী দিনে- রাতে গণ সংযোগে ব্যস্ত সময় পার করছেন।কয়েকজন কাউন্সির প্রার্থী ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীও দোয়া চাওয়ার কথা বলেন।