মানসিক ভারসাম্যহীন হয়ে মালয়েশিয়া থেকে দেশে ফেরত আসা ইমন মোল্লা (৭০) অবশেষে তার পরিবার খুঁজে পেয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে তার ছেলে ও স্ত্রীর হাতে তুলে দেয় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার আল আমিন নয়ন।
এর আগে, শুক্রবার (২৫ অক্টোবর) রাত দশটায় একটি ফ্লাইটে দেশে ফেরত আসেন তিনি। পরে বিমানবন্দরে নামলেও বাড়ির ঠিকানা ও পরিবারের কারও তথ্য দিতে না পারায় সেখানেই ছিলেন। পরে তাকে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের কর্মকর্তারা ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার আল আমিন নয়নের হাতে তুলে দেন। এরপর রাত থেকে তিনি সেই সেন্টারেই ছিলেন।
বিমানবন্দরে নামার পর তার কাছ থেকে পাওয়া পাসপোর্টের তথ্য অনুযায়ী, ইমন মোল্লার গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার দিয়ালনাল গ্রামে। তার বাবার মৃত সমীজউদ্দিন মোল্লা ও নসিমন।
বিষয়টি জানিয় সকালে আল আমিন নয়ন বলেন, সবার সহযোগিতায় গতকাল রাতে মালয়েশিয়াফেরত মানসিক অসুস্থ মানিকগঞ্জের ইমন মোল্লা ভাইকে আজ দুপুরে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার থেকে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে। কৃতজ্ঞতা বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্ক ও এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ সকলের প্রতি যারা পরিবার খুঁজতে নিরলস ভাবে সহায়তা করেছেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন ইমন মোল্লা। শুক্রবার রাত দশটায় একটা ফ্লাইটে বাংলাদেশে ফেরেন তিনি। কিন্তু ইমন মোল্লা প্যারালাইসড ও মানসিক অসুস্থ হওয়ায় পরিবার সম্পর্কে বিস্তারিত বলতে পারছিল না। এ অবস্থায় তার পরিবারের সন্ধান পাওয়ার জন্য সামাজিকমাধ্যম ও মিডিয়ায় বিষয়টি তুলে ধরা হয়। এরপর দুপুরে তার ছেলে ও স্ত্রী আমাদের কাছে কল করেন ও সরাসরি আসেন। আমরা যাবতীয় তথ্য চেক করার পর তাদের হাতে তাকে তুলে দিয়েছি।
ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার জানান, ইমন মোল্লা তার পাসপোর্টটি মালয়েশিয়া থেকে করেছেন। ফলে ধারনা করা হচ্ছে, তিনি দীর্ঘদিন আগে মালয়েশিয়ায় গিয়েছিলেন।