• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম:

৬৭ বছর বয়সী সুসিকে চিফ অব স্টাফ হিসেবে বেছে নিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব নিবেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে ৬৭ বছর বয়সী সুসি উইলসকে বেছে নিয়েছেন তিনি। ফলে এই প্রথম এই পদের দায়িত্ব পেতে যাচ্ছন একজন নারী।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) হোয়াইট হাউসের চিফ হিসেবে সুসির নাম ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্পের নির্বাচনী প্রচার কার্যক্রম-সংক্রান্ত দুই ব্যবস্থাপকের একজন এই সুসি।

গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হন। তিনি আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তার আগেই প্রশাসন সাজানোর কাজ শেষ করবেন ট্রাম্প। এ জন্য তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তার পছন্দের ব্যক্তিদের বাছাই করবেন এবং তাদের নাম ঘোষণা করবেন। সেই কার্যক্রমের অংশ হিসবে প্রথমেই তিনি সুসির নাম ঘোষণা করলেন।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক (গেটকিপার) হিসেবে কাজ করেন। তিনি হোয়াইট হাউসের কর্মীদের পরিচালনা করেন, প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করেন, সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন।

সুসিকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে বেছে নেওয়ার বিষয়টি নিয়ে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, সুসি বলিষ্ঠ, স্মার্ট, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। তিনি সর্বজনীনভাবে প্রশংসিত ও শ্রদ্ধাভাজন একজন মানুষ। তিনি যে যুক্তরাষ্ট্রকে গৌরবান্বিত করবেন, তা নিয়ে তার কোনো সন্দেহ নেই।

সুসি ফ্লোরিডাভিত্তিক রাজনৈতিক কৌশলবিদ। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্রিস লাসিভিটার সঙ্গে একত্রে ট্রাম্পের প্রচার কার্যক্রম-সংক্রান্ত ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন তিনি। এতে ক্রিস ও সুসি উভয়ে প্রশংসিত হয়েছেন। বলা হচ্ছে, ট্রাম্পের আগের প্রচারাভিযানগুলোর তুলনায় এবারের প্রচারাভিযান ছিল অনেক বেশি শৃঙ্খলাপূর্ণ।

এমনকি নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করে দেওয়া ভাষণেও এই দুজন ব্যবস্থাপককে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ