• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:

ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সাবেক সেনা সদস্য নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

রাজধানীর খিলক্ষেত এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এস এম আব্দুর রহমান (৬০) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।

নিহত আব্দুর রহমানের ছেলে আশিক বলেন, আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। গতকাল (মঙ্গলবার) তিনি নিকুঞ্জে একটি কাজে বাসা থেকে বের হন। জানতে পেরেছি গতকাল সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার দিকে রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে আমরা ঘটনা স্থলে আসি।

তিনি জানান, তারা কাওলা এলাকায় থাকেন। বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার ঘারুলঘাটি গ্রামে।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া জানান, আমরা খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থলে যাই। সেখানে রেললাইনের পাশে ট্রেনে কাটা মরদেহ পাই। পরে আমরা তার পরিবারকে খবর দিই। ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মার্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জানতে পেরেছি অসাবধানতাবশত তিনি রেললাইন পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ