বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে বাল্য বিয়ে নিরোধ আইন ২০১৭ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। কর্মশালায় জেলার ইমাম, ম্যারেজ রেজিস্টার, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষক, আইনজীবী, শিক্ষার্থীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, বাল্য বিয়ে বন্ধ করতে আইন চালু রয়েছে। বাল্য বিয়ে প্রতিরোধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। বাল্য বিয়ে বন্ধে ইমাম, ম্যারেজ রেজিস্টার, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষকরা স্ব স্ব দায়িত্বে থেকে সচেতনতা বাড়াতে আরও মনযোগি হতে হবে। তাহলে বাল্য বিয়ে শূণ্যের কোঠায় নেমে আসবে। বাগেরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন বলেন, বাল্য বিয়ের প্রবণতা গ্রামে বেশি। গ্রামের মেয়েদের যখন বয়স ১২ থেকে ১৩ বছর হয় তখন তাদের অবিভাবকরা উদ্বিগ্ন হয়ে ওঠে। বখাটে ছেলেরা এসব মেয়েদের পথেঘাটে উত্যক্ত করে। তারা এক ধরনের সামজিক নিরাপত্তাহীনতায় পড়ে। তাই অসচেতন অবিভাবকরা এদের বিয়ে দিয়ে থাকেন। বাল্য বিয়ে সামাজিক ব্যাধি। তাই যেকোন মূল্যে এই বিয়ে প্রতিহত করতে হবে। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন, ইউনিসেফ এর মূখ্য মাঠ কর্মকর্তা (খুলনা) মো. কফিল উদ্দিন, চাইল্ড প্রটেকশন কর্মকর্তা (খুলনা) জামিল হোসেন, জেলা সমন্নয়কারী মো. তাজুল ইসলাম প্রমুখ