• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় অ্যাওয়ার্ড পেলেন ফুল

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

 পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় স্বীকৃতি স্বরূপ সারিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুলকে মানবাধিকার লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে ঢাকার ইকনোমিক রিপোর্টার্স ফােরাম মিলনায়তনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে”বিগত সরকারের মানবাধিকার লংঘন ও বর্তমানে মানবাধিকার সংরক্ষণ “শীর্ষক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তাকে এ-অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুস সালাম মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র সংস্কার কমিটির চেয়ারম্যান ও সাবেক সচিব ডা. মােহাম্মদ জকরিয়া, সাবেক অতিরিক্ত সচিব মােঃ রােকন উদ-দৌলা, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মানবাধিকার সোসাইটির উপদেষ্টা অ্যাড.শেখ মোহাম্মদ আমির হামজা। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার সোসাইটির ভাইস চেয়ারম্যান এস. এম আনোয়ার হোসেন অপু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন,বাংলাদেশ মানবাধিকার সোসাইটির মহাসচিব এম এইচ আরমান চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ