রংপুর অফিস॥
২৬তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয় । রোরবার র্যালী,চিত্রাংকন প্রতিযোগিতা,আলোচনা সভা,হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রংপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদফতর রংপুর বিভাগের পরিচালক পারভীন মেহতাব, পুলিশ সুপার মো: মিজানুর রহমান ,সিভিল সার্জন প্রতিনিধি ডা: নুসরাত আফরোজ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগরের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ।
আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুর রাজ্জাক, সুইড বাংলাদেশ রংপুরের নির্বাহী সচিব সুশান্ত ভৌমিক,রংপুর গ্রুপের পরিচালক মেজর (অব:) মো: নাসিম উদ্দিন প্রমুখ। পরে সেখানে প্রতিবন্ধী শিশুদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালী ও আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠানে রংপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সুইড বাংলাদেশ সহ বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের কর্মকর্তারা অংশ নেন।