• রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

নতুন বছরে একগুচ্ছ ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপের উপহার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং এন্ড কলিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়তই নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে এতে, যার ফলে নতুন সব অভিজ্ঞতা উপভোগ করতে পারছেন ব্যবহারকারীরা। সবশেষ হোয়াটসঅ্যাপের ফিচারে যুক্ত হয়েছে চ্যাটজিপিটি, যেখানে সরাসরি ব্যবহারকারী এই এআইয়ের সঙ্গে কথা বলতে পারবেন।

সদ্য বিদায়ী বছরে হোয়াটসঅ্যাপ তার প্ল্যাটফর্মে এরকম উপভোগ্য অসংখ্য ফিচার যুক্ত করেছে। এ বছরও তার ব্যতিক্রম হবে না। এবার কলিং ফিচারে একাধিক নতুন আপডেটের ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন মেসেজিং অ্যাপটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিদিন ২ বিলিয়নের বেশি কল করেন ইউজাররা। তাই কলিংকে আরও ইন্টারঅ্যাকটিভ এবং সহজ করতে ডেস্কটপ এবং মোবাইল ইউজারদের জন্য নতুন টুল নিয়ে আসা হচ্ছে।

পাশাপাশি ভিডিও কলেও আসছে নতুন এফেক্টস। ডেস্কটপে কল করাও আগের চেয়ে সহজ হয়ে যাবে। সঙ্গে ভিডিও কলের গুণমানও বাড়তে চলেছে। দীর্ঘদিন ধরেই এই বিষয়গুলোর দাবি জানিয়ে আসছিলেন ব্যবহারকারীরা। অবশেষে তাদের ইচ্ছাপূরণ হতে চলেছে।

এছাড়াও ডেস্কটপ ভার্সনে উন্নত কলিং ট্যাব নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ, যা কল শুরু করা, কল লিঙ্ক তৈরি করা এমনকি একটি নির্দিষ্ট নম্বরে ডায়াল করা সহ এক ক্লিকে সব ফিচারের অ্যাক্সেস দেবে।

গ্রুপ হোক কিংবা বান্ধববান্ধব, সামনের দিনে ভিডিও কলের গুণমান আগের চেয়ে আরও উন্নত হতে চলেছে হোয়াটসঅ্যাপে। ভিডিও এবং ছবির কোয়ালিটি হবে উচ্চমানের। ডেস্কটপ অ্যাপ এবং মোবাইল; উভয় ক্ষেত্রেই এই সুবিধাগুলো পাবেন ব্যবহারকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ