• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

ইবির ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সোমবার

আপডেটঃ : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ এবং মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের অধীনে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা কাল সোমবার অনুষ্ঠিত হবে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, দিনের ১ম শিফটে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া দিনের ২য় শিফটে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ০১ থেকে ৬,৫২০ পর্যন্ত, ৩য় শিফটে দুপুর ১-৩০টা থেকে ২-৩০টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ৬,৫২১ থেকে ১৩,০৪০ পর্যন্ত এবং ৪র্থ শিফটে বিকেল ৩-৩০টা থেকে ৪-৩০টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ১৩,০৪১ থেকে ১৪,৪২৫ পর্যন্ত রোলধারী ভর্তিচ্ছুদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উভয় ইউনিট সমন্বয়কারী অফিস সূত্রে জানা যায়, এবছর ‘এ’ ইউনিটে ৩টি বিভাগের ২৪০টি আসনের প্রতি আসনে প্রায় ৯জন এবং ‘বি’ ইউনিটে ৫টি বিভাগের ৪২০টি আসনের প্রতি আসনে ৩৪জন ভর্তিচ্ছু প্রতিযোগিতা করছে।
ভর্তি পরীক্ষা বিষয়ে যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ