• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৮

আপডেটঃ : সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭

মিহির রঞ্জন তালুকদার
কম্পিউটার ইঞ্জিনিয়ার ও প্রভাষক-বালাগঞ্জ ডিগ্রি কলেজ,সিলেট।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

 

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ: তোমরা নিশ্চয়ই জান বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল বিষয় বিদায় এটি সবার কাছেই একটু কঠিন মনে হয়। কিন্তু নিয়মিত চর্চা করলে এটি মোটেই কঠিন থাকবে না। আজ প্রথম অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

 

১. বায়োইনফরমেটিক্স হলো—

 

ক. কম্পিউটার তথ্য গবেষণার জন্য

 

খ. ডেটাবেজ প্রোগ্রামিং

 

গ. গাণিতিক তথ্য বিশ্লেষণ

 

ঘ. জীববিদ্যাবিষয়ক তথ্য প্রক্রিয়াকরণ

 

২.কম্পিউটারের নৈতিকতা সম্পর্কে কত সালে ১০টি ধারা প্রচলন করা হয়েছে?

 

ক. ১৯৯৮                       খ.   ১৯৯০

 

গ. ১৯৯১                                               ঘ.১৯৯২

 

৩. প্রথম সফলভাবে মহাকাশে মনুষ্যবাহী যন্ত্রের নাম কী?

 

ক. ভস্টক-১       খ.অ্যাপোলো-১১

 

গ.ভস্টক-৬       ঘ.ভি-২

 

৪. বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে ?

 

ক. টিম বার্নারস লি খ.মার্ক জুকার বার্গ

 

গ. ই এফ কর্ড        ঘ.মার্শাল ম্যাকলুহান

 

নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :

 

সিলেটের একটি কোম্পানির সিকিউরিটি সিস্টেম উন্নত করা হয়েছে। এখন তাদের নিজেদের উপস্থিতি জানান দিতে হয় চোখের রেটিনা দিয়ে।

 

৫.উদ্দীপকের নিরাপত্তার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে?

 

ক. বায়োইনফরম্যাটিক্স   খ.রোবটিক্স

 

গ.   ক্রায়োসার্জারি     ঘ.বায়োমেট্রিক্স

 

৬.উদ্দীপকের যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেখানে চোখের রেটিনা ছাড়াও তারা ব্যবহার করতে পারে-

 

i. কণ্ঠস্বর ii.ফিঙ্গার প্রিন্ট iii.মাথার চুল

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii                        খ.   i ও iii

 

গ.   ii ও iii             ঘ.    i, ii ও iii

 

৭. Global village এর উপাদান কোনটি?

 

ক. Artificial Intelligence

 

খ. Biometrics

 

গ. Nanotechnology

 

ঘ. Education

 

৮.Virtual reality এর ব্যবহার হয় কোন ক্ষেত্রে?

 

ক.চিকিত্সায়    খ. অফিসে

 

গ.বাসস্থানে     ঘ. কর্মসংস্থানে

 

৯.“আজ আমরা পৃথিবীর যে কোন প্রান্ত থেকে দূরে নই”- কীসের কারণে?

 

ক. গবেষণা     খ.যোগাযোগ

 

গ. শিক্ষা        ঘ.চিকিত্সা

 

১০. Biometrics এর ব্যবহার কোথায় হতে পারে?

 

i.শিক্ষা প্রতিষ্ঠানে

 

ii. অফিসে

 

iii. বিনোদন কেন্দ্রে

 

কোনটি সঠিক?

 

ক.i                  খ. i ও ii

 

গ. ii ও iii        ঘ. i ও iii

 

১১. দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে-

 

ক. Cryosurgery

 

খ. Genetic Engineering

 

গ. Biometrics

 

ঘ. Artificial Intelligence

 

১২.কোনটির কল্যাণে ঘরে বসেই বিশ্বকে হাতের মুঠোয় পাওয়া যাচ্ছে?

 

ক.রেডিও        খ.ইন্টারনেট

 

গ. টেলিভিশন   ঘ.টেলিফোন

 

১৩. কোন প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে সবচেয়ে কার্যকরী উপায়ে সভার কাজ সম্পন্ন করা যায়?

 

ক.ই-মেইল      খ.ফেইসবুক

 

গ.টেলি কনফারেন্সিং

 

ঘ.ভিডিও কনফারেন্সিং

 

১৪.কোন তত্ত্বের উপর ভার্চ্যুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত?

 

ক.মরগান তত্ত্ব        খ.সিমুলেশন তত্ত্ব

 

গ.কম্পিউটার তত্ত্ব   ঘ.ভার্চুয়াল তত্ত্ব

 

উত্তরপত্র: ১-ঘ, ২-গ, ৩-গ,৪-ঘ, ৫-ঘ, ৬-ক, ৭-ঘ, ৮-ক, ৯-খ, ১০-খ, ১১-খ, ১২-খ, ১৩-ঘ, ১৪-খ,

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ