রংপুর প্রতিনিধি॥
রংপুরে শিশু আইন ২০১৩ ও সাইবার ক্রাইম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় রংপুরের আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয় রংপুরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক। শিশু আইন ২০১৭ ও সাইবার ক্রাইম বিষয়ক সেমিনার উদ্দেশ্য ব্যাখ্যা করেন ল্যাম্বের পাবলিক রিলেশন অফিসার যাবিবুর রহমান, শিশু আইন ২০১৩ উপস্থাপন ও ব্যাখ্যা করেন জেলা জর্জ কোর্ট রংপুরের লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মার্জিয়া খাতুন। সাইবার ক্রামের মাধ্যমে শিশু যৌন নির্যাতন বিষয়ে ভিডিও প্রদর্শন উপস্থাপন করেন জিএএ এর বিভাগীয় সমন্বয়ক রেহেনা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমিন মিঞা, আইনজীবি সমিতি রংপুরের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক, জাতীয় মহিলা সংস্থা রংপুরের চেয়ারম্যান রোজি রহমান, জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরাম রংপুরের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু প্রমুখ। এতে বিভিন্ন বেসরকারী সংস্থা ও সরকারী সংস্থার প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শিশু আইন ২০১৩ ও সাইবার ক্রাইম বিষয়ক সেমিনারে শিশু আইন ২০১৩ ও শিশুকে সাইবার ক্রাইম ও যৌন নির্যাতন থেকে রক্ষা এবং সাইবার সঠিক ব্যবহার নীতিমালা ও আইন প্রনয়নের সরকারকে উদ্বুদ্ধকরণ করা হয়।