পাবনা জেলা প্রতিনিধি॥
নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান পক্ষ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও কমিউনিটি সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ব্র্যাক ও বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার যৌথ উদ্যোগে শহরের ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজে মহিলা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি নুরুন্নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ সুরাইয়া সুলতানা। বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক নয়ন কুমার ঘোষ, জেলা ব্র্যাক প্রতিনিধি আলমাসুর রহমান, মেজনিনের সেক্টর স্পেশালিষ্ট শরিফুল আলম, মহিলা পরিষদের প্রশিক্ষক ও গবেষনা সম্পাদক রোজিনা আক্তার ও প্রচার সম্পাদক করুনা নাসরিন, শিক্ষার্থী ওয়াচ গ্রুপের যুগ্ম আহবায়ক নুরুন্নাহার নুপুর। সমাবেশ ও আলোচনা সভা সঞ্চালন করেন মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) প্রকল্পের সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আকতার।
সভায় যৌন হয়রনি ও নারী নির্যাতন, বাল্য বিয়ে বন্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়।