• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ ১ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব

আপডেটঃ : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

এস এম সালাহ উদ্দিন,কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা শহরতলীর কাপ্তান বাজার পাকা রাস্তা এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে  বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ মোস্তফা কামাল (৪০) নামে এক সন্ত্রসীকে আটক করেছে র‌্যাব। আটক মোস্তফা কামাল ঐ এলাকার মৃত আলী আকাবরের ছেলে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করেছে র‍্যাব।
কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২’র কোম্পানি অধিনায়ক মেজর সৈয়দ আরিফুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কুমিল্লা শহরতলীর কাপ্তান বাজার পাকা রাস্তার মাথা এলাকায় তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাসায় তল্লাশী চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ভর্তি পিস্তলের ম্যাগাজিনসহ মোস্তফা কামালকে আটক করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার একাধিক অভিযোগ রয়েছে।
এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মঙ্গলবার দুপুরে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ