• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

আকাইদ ও নৈতিক জীবন

আপডেটঃ : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

মুহাম্মদ মিজানুর রহমান , সহকারী শিক্ষক

 

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পিরোজপুর

 

 

তোমরা পুরো অধ্যায়টি মনোযোগ দিয়ে পড়ো।

 

১। আকিদা শব্দটি-

 

ক. আরবি খ. হিন্দি   গ. ফারসি       ঘ. ফরাসি

 

২। ইসলামের মূলভিত্তি  হলো-

 

ক. ইলহাম খ. তাওহিদ গ. আকাইদ ঘ. ইমান

 

৩। সিলমুন শব্দের অর্থ-

 

ক. রহমত খ. শান্তি গ. আনুগত্য        ঘ. বরকত

 

৪। ইসলামের শিক্ষানুযায়ী চলার জন্য কীসের প্রয়োজন?

 

ক. পবিত্রতা অর্জন    খ. অনুকূল পরিবেশ

 

গ. নিয়মনীতি          ঘ. ইসলামের জ্ঞানার্জন

 

৫। ইসলামের পরিসর-

 

ক. ব্যাপক খ. সংক্ষিপ্ত গ. সংকীর্ণ ঘ. বিস্তীর্ণ

 

৬। মানুষকে নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে-

 

ক. ইমান                            খ. সততা

 

গ. মানবতা                          ঘ. ন্যায়-বিচার

 

৭। ইমানের মূল বিষয় কয়টি?

 

ক. ৭টি   খ. ৬টি        গ. ৫টি         ঘ. ৪টি

 

 

উত্তর: ১.ক ২.গ ৩.খ ৪.ঘ ৫. ক ৬. ক ৭. ক

 

 

৮। মানুষকে মন্দ অভ্যাস ও অশ্লীল কার্যাবলী হতে বিরত রাখে-

 

ক. ইমান                   খ. নৈতিকতা

 

গ. সহনশীলতা              ঘ. মানবতা

 

৯। তাওহিদ বিশ্বাসের ফলে সৃষ্টি হয়-

 

ক. উদার দৃষ্টিভঙ্গি        খ. সচেতনতা

 

গ. আত্মমর্যাদা               ঘ. আত্মোপলব্ধি

 

১০। তাওহিদে বিশ্বাস মানুষকে যা করে তা হলো-

 

ক. স্ব-মহিমার অধিষ্ঠিত

 

খ. আত্মপ্রত্যয়ী ও মর্যাদায় অধিষ্ঠিত

 

গ. আল্লাহর প্রতি আস্থাবান

 

ঘ. অন্যান্য সৃষ্টির প্রতি দরদী

 

১১। নবি-রাসুলের শিক্ষা প্রচারের ভিত্তি ছিল-

 

ক. পরকাল                  খ. তাওহিদ

 

গ. রিসালাত                ঘ. আখিরাত

 

১২। কোন শব্দটির বহুবচন নেই?

 

ক. সাহাবি খ. আল্লাহ    গ. তাবেয়ী   ঘ. নবি

 

১৩। সকল সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী-

 

ক. রিজিকের জন্য        খ. রিসালাতের জন্য

 

গ. জীবনের জন্য          ঘ. ক্ষমতার জন্য

 

১৪। আল্লাহর অস্তিত্বে অবিশ্বাস করা-

 

ক. কুফর  খ. ফাসিক    গ. শিরক    ঘ. ফিসক

 

উত্তর: ৮.ক ৯. ক ১০.খ ১১.খ ১২.খ ১৩.ক ১৪.ক

 

১৫। হালালকে হারাম ও হারামকে হালাল মনে করা-

 

ক. কুফর   খ. নিফাক     গ. শিরক ঘ. ফিসক

 

১৬। যে অপরাধের জন্য মানুষ চিরকালের জন্য ব্যর্থ ও হতাশ হয়ে যায়-

 

ক. কুফর ও নাফরমানি খ. মিথ্যা ও অলসতা

 

গ. প্রতারণা ও পাপাচার ঘ. অলসতা ও মিথ্যা

 

১৭। হতাশা কীসের পরিণতি?

 

ক. কুফরের                 খ. পাপের

 

গ. মিথ্যার   ঘ. শিরকের

 

১৮। সবচেয়ে বড় জুলুম কোনটি?

 

ক. ডাকাতি  খ. শিরক    গ. হত্যা     ঘ. কুফর

 

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।

 

একদা মনির মাজারে সেজদা করতে গিয়ে খাদেম কর্তৃক বিতাড়িত হন।

 

১৯। মনিরের এরূপ কাজের প্রবণতা ইসলামের দৃষ্টিতে-

 

i. তওবার অযোগ্য

 

ii. মানবতার অমর্যাদা

 

iii. অমার্জনীয় অপরাধ

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i, ii খ. i, iii গ. ii, iii               ঘ. i, ii, iii

 

২০। খাদেম মনিরকে বাধা দিয়ে-

 

ক. ইমানী দায়িত্ব পালন করেছেন

 

খ. মাজারের মর্যাদা ক্ষুন্ন করেছেন

 

গ. কাফর থেকে বাঁচিয়েছেন

 

ঘ. নিফাক থেকে বাঁচিয়েছেন

 

 

উত্তর: ১৫.গ ১৬.ক ১৭.ক ১৮.খ ১৯.ঘ

 

২০. ক

 

 

২১। কুরআনে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হয়েছে-

 

ক. মুনাফিকদেরকে       খ. মুশরিকদেরকে

 

গ. কাফিরদেরকে         ঘ. পৌত্তলিকদেরকে

 

২২। ইসলাম ও মুসলিমদের জঘন্য শত্রু-

 

ক. কাফির  খ. পৌত্তলিক

 

গ. মুশরিক ঘ. মুনাফিক

 

২৩। রিসালাত শব্দের অর্থ কী?

 

ক. পত্র প্রেরক             খ. চিঠি পৌঁছানো

 

গ. দূত প্রেরণ               ঘ. তাড়াতাড়ি পৌঁছানো

 

২৪। কীসের মূল কাঠামো এক ও অভিন্ন?

 

ক. তাওহিদের                               খ. দীনের

 

গ. কালিমার                                 ঘ. ইমানের

 

২৫। সকল নবি-রাসূলের আগমনের উদ্দেশ্য ছিল-

 

ক. মানুষকে হেদায়াত খ. মূর্তিপূজা হতে বিরত রাখা গ. অন্যায়ের প্রতিবাদ

 

ঘ. তাওহিদের প্রচার

 

 

উত্তর: ২১.ক ২২.ঘ ২৩.খ ২৪.খ ২৫.ক

 

 

২৬। নবি-রাসূলগণের পালনীয় দায়িত্ব ছিল-

 

i. সত্য ও সুন্দরের প্রতি আহ্বান

 

ii. সম্পদ ও প্রাচুর্য লাভের কৌশল

 

iii. দুনিয়া সম্পর্কে ধারণা প্রদান

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i, ii খ. i, iii গ. ii, iii               ঘ. i, ii, iii

 

২৭। মুহাম্মদ (স:)-কে বিশ্বনবি বলার কারণ তিনি-

 

i. শেষ নবি

 

ii. শ্রেষ্ঠ নবি

 

iii. সকল মানবজাতির নবি

 

নিচের কোনটি সঠিক

 

ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

 

২৮। নবুয়ত ও রিসালাতের  শিক্ষা এনে দেয়-

 

ক. শান্তি ও শৃঙ্খলা খ. সুখ ও প্রতিপত্তি

 

গ. ধনদৌলত ও শান্তি ঘ. সম্মান ও নেতৃত্ব

 

২৯। আল-মাজীদ শব্দের অর্থ কী?

 

ক. নিরাময়         খ. সদুপদেশ

 

গ. সম্মানিত        ঘ. উপদেশ

 

৩০। আসমানি কিতাব বলতে হলো-

 

ক. আল্লাহর বাণী সমষ্টি

 

খ. নবিদের বাণী সমষ্টি

 

গ. রাসুলগণের বাণী সমষ্টি

 

ঘ. শেষ নবীর বাণীসমষ্টি

 

 

উত্তর: ২৬.খ ২৭.ঘ ২৮.ক ২৯.গ ৩০.ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ