যথা সময়েই বিয়ের পিঁড়িতে বসলেন ভারতীয় অভিনেত্রী পাওলি দাম । গৌহাটির বাসিন্দা, ব্যবসায়ী অর্জুন দেবের নাম বহুদিন ধরেই ঘোরাফেরা করছিল টলিপাড়ায়। সেই অর্জুনের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন তিনি। মেহেন্দি থেকে গায়ে হলুদ, জমজমাট উৎসবে ঘনিষ্ঠদের সঙ্গে মেতে উঠলেন খোদ কনেও। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে বর ও বউয়ের ছবি। সেসব ছবির কিছু অংশ এক নজরে দেখে নিতে পারেন।
জানা গিয়েছে, বিয়ের পরই পরিবারের সঙ্গে গৌহাটিতে যাবেন পাওলি। কিছুদিন সেখানে কাটিয়ে কলকাতায় ফিরবেন।
বিয়ের পর অনেকেই লম্বা সময়ের জন্য অভিনয় থেকে বিশ্রাম নেন। তবে পাওলি নতুন উদ্যমে কাজ শুরু করবেন বলেই খবর।
তিন ইয়ারি কথা তাঁর প্রথম ছবি হলেও অগ্নিপরীক্ষাই প্রথমে মুক্তি পায়। কালবেলা, মনের মানুষ, ছত্রাক, এলার চার অধ্যায়, নাটকের মতো, এমনই বহু ছবিতে তিনি সাড়া ফেলে দেন। হিন্দি ছবি হেট স্টোরির হাত ধরেও বলিউডে স্বল্প সময়েই পরিচিত নাম হয়ে ওঠে পাওলি। বিতর্কে নাম জড়ালেও অভিনয় প্রতিভাই যেন বারবার তাকে সব বিতর্ককে পিছনে ফেলে এগিয়ে যেতে সাহায্য করেছে।
বিয়েতে লাল বেনারসীতে সেজে উঠেছিলেন পাওলি। চিরায়ত প্রথা মেনেই বিয়েটা সেরে ফেললেন বর-কনে। আগামী ১০ ডিসেম্বর গৌহাটিতে হবে তাঁদের বিয়ের রিসেপশন। তবে মধুচন্দ্রিমায় কোথায় পাড়ি দেবেন নবদম্পতি, তা এখনও নিশ্চিত নয়।